৫’শ গ্রাম গাঁজাসহ শৈলকুপার শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ বিশ্বাস আটক

0
23

ঝিনাইদহ প্রতিনিধি: ৫’শ গ্রাম গাঁজাসহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ বিশ্বাস (৩৫)কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার সকালে শৈলকুপার পদমদী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ বিশ্বাস ওই এলাকার মৃত সিরাজ বিশ্বাসের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ তার বাড়ীতে মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে শৈলকুপা, শেখপাড়া, পদমদি, ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক, জি.এম শহীদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় শৈলকুপায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।