মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

৫দফা দাবিতে স্মারকলিপি জবি ইসলামী ছাত্র আন্দোলনের

জবি প্রতিনিধি:
বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল ও  জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত শিক্ষার্থীদের স্থায়ী  বহিষ্কারসহ ৫ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ স্বাক্ষরিত এ স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নিকট জমা দেন।
স্মারকলিপিতে তাদের দাবি পাঁচটি হলো- বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বিদ্যমান বৈষম্যমূলক পোষ্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে। নিষিদ্ধ ঘোষিত  ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কিংবা জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত শিক্ষার্থীদের স্থায়ী  বহিষ্কার করতে হবে। যে সকল শিক্ষক এখনো ফ্যাসিবাদের নীলনকশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে ত্রি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও তা শিক্ষার্থীদের কাছে পেশ করতে হবে।
এবিষয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আব্দুল ওয়াহিদ বলেন, মাননীয় উপাচার্য মহোদয় এর সাথে ৫ দফা বিষয়ে সন্তোষজনক আলোচনা হয়েছে। বিশেষ করে যেসব শিক্ষার্থীরা  ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং জুলাই অভ্যুত্থানে সহিংসতায় জড়িত ছিল  তাদেরকে বহিষ্কার করতে প্রমাণ সহ অভিযোগ দাখিল করলে প্রশাসন দ্রুত  ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল ওয়াহীদ এবং সহ সভাপতি মোফাচ্ছেল হোসাইন সৈকত ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular