দেশজুড়ে শিশু নিখোঁজের বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এসব স্ট্যাটাস সত্য ভেবে অনেকেই আবার শেয়ার দিচ্ছেন নিজের প্রোফাইলে। তবে এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে পুলিশ হেডকোয়ার্টারস।
আজ রোববার (৭ জুলাই) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে পুলিশ হেডকোয়ার্টারস।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব।
এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য তাই সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে নিজেদের তৎপরতার কথা জানিয়েছে পুলিশ। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এর আগে, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ভাইরাল হয় গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। সেসব পোস্ট এরপর মানুষ যাচাই-বাচাই না করেই করতে থাকে শেয়ার।