রানা আহম্মেদ (সরোজগঞ্জ চুয়াডাঙ্গা প্রতিনিধি)
মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতি স্মরণে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদলের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ হতে সন্ধ্যা পর্যন্ত, ছয়টি ইউনিয়নের আটটি দল নিয়ে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলার বিকল্প নেই আজকের তরুন যুবক ছেলেরা আগামীদিনের ভবিষ্যৎ তারাই পারবে বিশ্বকে জয় করতে কারণ তাদের ভূমিকা অনেক। যুবক ছেলেরা মাদক মুক্ত থাকতে হবে পড়া লেখার প্রতি মনোযোগ থাকতে হবে।
ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস সরকার শেখ হাসিনার পতন হয়েছে, সকল দমন পিড়নের হাত থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ, আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শরীফুজ্জামান শরীফ বলেন বিগত ১৬ টি বছরের সৈরতন্ত্র কায়েম করা হয়েছে। আমাদের ভোটের অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার থেকে বঞ্চিত ছিলাম। কিন্তুক এখন সময় বদলেছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়িয়ে আছি। আসন্ন জাতীয় নির্বাচনে আমি আপনাদের সকলকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি। তার নেতৃত্বে আমরা জনগণের সেবায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং দেশের উন্নতি সাধনে নিবেদিত থাকবো।
বিশেষ অতিথি: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা সদর থানার বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি আশিকুর রহমান আশিক, চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সহ -সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সহযোগাযোগ সম্পাদক নাজমুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের ক্রীয়া সম্পাদক মিলন হোসেন,
পদ্মবিলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম সারোয়ার হিমু জোয়র্দ্দার , শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রবিউল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা যুবদলের জাহিদ মোহাম্মদ রাজিব খান,
চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, আহবায়ক আমির মেম্বার, সদস্য আবুল আসলাম সোহাগ,
বিল্লাল হোসেন মেম্বার, রমজান আলী, মানোয়ার হোসেন, আরিফ হোসেন, আনিক, হাসিবুর রহমান হাসি,
চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান, হাসানুজ্জামান রাজ, আশিক২ ,শফিকুল ইসলাম, মিজানুর রহমান সোহাগ, রাশেদ হাসান তুহিন, নাজিম উদ্দীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাকিবুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নে ছাত্রদলের অন্যতম নেতা রানা আহাম্মেদ, আলামিন হোসেন, মামুন মিয়া, যায়েদ শেখ, নয়ন, রুম্মান, রাকিব, সবুজ, মিজান, রাসেল মিয়া, রিয়াদ, সজীব, শংকচন্দ্র ইউনিয়নের ছাত্রদলের অন্যতম নেতা, জুয়েল রানা,আরাফাত রহমান, নিওন হোসেন, রাসেল হোসেন, পদ্মবিলা ইউনিয়নের ছাত্রদলের অন্যতম নেতা,হাসানুজ্জামান হাসান, মিজানুর রহমান, রাসেল আহমেদ, আক্কাস মিয়া, সজীব, সোহেল মন্ডল, রাকিবুল, লিটনসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফুটবল খেলায় আটটি দলের খেলাটি শেষ দুইটি দলের ফাইনাল ট্রাইবেকারে পদ্মবিলা ইউনিয়ন একাদশ ০ বনাম কুতুবপুর ও শংকরচন্দ্র সমন্বয়ে একাদশ ১ গোলে বিজয়ী হয়েছেন। খেলাটির রেফারি ছিলেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খাইরুল ইসলাম ও ধারাভাষ্যকারে জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান