অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের প্রেক্ষিতে উকতো গ্রামের দক্ষিণ মাঠে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি দল।
অভিযানে মাদকদ্রব্য বিক্রি ও সেবনকালে উকতো গ্রামের মাঝেরপাড়ার মৃত শুকুর আলী মন্ডলেল ছেলে মোহাম্মদ বাবলু (৫৫), একই এলাকার সাকা উদ্দীন জোয়ার্দ্দারের ছেলে মোহাম্মদ মানোয়ার, ও ইসমাইল মন্ডলের ছেলে পান্না মিয়াকে আটক করা হয়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক বাবলুকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়। এছাড়া মানোয়ার ও পান্না মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডাদেশ দেয়া হয়। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।