৩ বছর ধরে সাবেক প্রেমিকাকে প্রতিদিন একই মেসেজ !

0
26

নিউজ ডেস্ক:

প্রেমিকা ছেড়ে গেছে কবেই। কিন্তু তিন বছর ধরে তাকে প্রতিদিন মেসেজ করেন তিনি। আর মেসেজে একটা বাক্যই লিখে চলেন প্রতিদিন। টুইটারে তিনি তার সাবেক প্রেমিকাকে একটি বাক্যই নিরন্তর লিখে যান। বাক্যটি হল ‘আমি তোমাকে ঘৃণা করি’।

প্রেমিকের আসল পরিচয় অজ্ঞাত। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘পিকাসো’ নামেই পরিচিত। কোনও দিন যাতে তিনি এই মেসেজ করতে ভুলে না যান, তার জন্য তিনি তার স্মার্টফোনে অ্যালার্ম দিয়েও রাখেন।

সম্প্রতি এই বিচিত্র সম্পর্কের খবর এসে পৌঁছায় মিডিয়ায়। তার পরে তা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতে শুরু করে। বিশ্বব্যাপী ব্যর্থ প্রেমিকের দল ঝাঁপিয়ে পড়েন এই খবরের উপরে।

তিন বছর ধরে প্রতিদিন একই মেসেজ বার বার পেতে পেতে সাবেক প্রেমিকার কী অবস্থা, তা অবশ্য জানা যায়নি। তবে অনুমান করাই যায়, তিনি সম্ভবত এক নারকীয় পরিস্থিতির মধ্যে আছেন। কিন্তু একথা কেউ বলছেনই না যে কেন তার প্রেমিকা ব্লক করে দিচ্ছেন না তার সাবেক প্রেমিককে। তাহলে কি তার মনের গহীনে আজও রয়ে গেছে ভালোবাসা।