৩ গোলে পিছিয়ে থেকেও হার এড়াল আর্সেনাল!

0
35

নিউজ ডেস্ক:

বোর্নমাউথের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়েও শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে হার এড়িয়েছে আর্সেনাল। মঙ্গলবার রাতে ঘরের মাঠে চার্লি ড্যানিয়েলস ও ক্যালাম উইলসনের গোলে শুরুতেই আধিপত্য বিস্তার করা বোর্নমাউথ দ্বিতীয়ার্ধে রায়ান ফ্রেজারের নৈপুণ্যে স্কোরলাইন ৩-০ করে ফেলে।

তিন গোলে পিছিয়ে পড়লেও পাঁচ মিনিটের ব্যবধানে আলেক্সিস সানচেস ও লুকাজ পেরেসের গোলে ম্যাচে ফেরে আর্সেনাল। আর শেষ দিকে অলিভিয়ে জিরুদের গোলে হার এড়ায় শিরোপাপ্রত্যাশীরা।

এই ড্রয়ের পর চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট হলো ৪১।

১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তার চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় লিভারপুল। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।