৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫৩৭৯ জন !

0
14

নিউজ ডেস্ক:

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেছেন। গতকাল বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করেছে। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে।

পিএসসি সূত্র জানায়, এবার ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছেন।

একইসঙ্গে সহকারী সার্জন ক্যাডারে ৪৩৪ জন ও সহকারী ডেন্টাল সার্জন ক্যাডারে ৭ জন কৃতকার্য হয়েছেন।
পিএসসির ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।