বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

৩০ দিনে ৩৫ কোটি রুপি পারিশ্রমিক !

নিউজ ডেস্ক:

অ্যাকশন জ্যাকসন খ্যাত বলিউডের সুপার ডুপার অভিনেতা অজয় দেবগন। এবার একটি সিনেমাতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিতে যাচ্ছেন। বলিউডের ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় দুই সিনেমা ধামাল ও ডাবল ধামাল। এবার এ সিরিজের তৃতীয় কিস্তি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতারা। সিনেমাটির নাম টোটাল ধামাল।

এর আগের সিনেমা দুটিতে সঞ্জয় দত্ত অভিনয় করলেও টোটাল ধামাল সিনেমায় তার জায়গায় থাকবেন অজয়। ত্রিশ দিন সিনেমাটির শুটিং করবেন তিনি। এ জন্য পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অজয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমায় তার সম্মানী ৩০ দিনে ৩৫ কোটি রুপি অর্থাৎ একদিনে এক কোটি রুপিরও বেশি। তার চরিত্রটি খুবই মজার এবং এটি তাকে ভেবেই তৈরি। সিনেমায় তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ’

অজয় ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ প্রমুখ। টোটাল ধামাল সিনেমাটি পরিচালনা করবেন ইন্দ্র কুমার এবং প্রযোজনায় থাকছেন অশোক ঠাকেরিয়া। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: ডেকান ক্রনিকল

Similar Articles

Advertismentspot_img

Most Popular