৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

0
1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার জেলা কার্যালয়ের সগকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অভিযানে মেসার্স সরন ডিম হাউজ নামক পাইকারি প্রতিষ্ঠানে অস্বাভাবিক ও অতিরিক্ত লাভে ডিম বিক্রি, যথাযথভাবে ডিমের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মূল্য-তালিকা হালনাগাদ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সরন আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্মের ম্যানেজার মো. মাসুদ রানাকে ডিম বিক্রয়ের পাকা ভাউচার প্রদান ও সংরক্ষণ না করার অপরাধে ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসীম কুমার বসু একটি একটি প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান, ভোক্তা অফিস সহকারী এনামুল হক্, ছাত্র প্রতিনিধি, আলমডাঙ্গা থানার এসআই তরিকুল প্রমুখ।