২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

0
25

নিউজ ডেস্ক:

রাজধানীর মগবাজারে জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে দুই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মগবাজার রেল গেট এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া যায় উল্লেখিত টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর পেশাদার জাল নোট বিক্রেতা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন গরুর হাট লক্ষ্য করে সে মাঠে নেমেছে। বিপুল পরিমান জাল টাকা সরবরাহ করার পরিকল্পনা ছিল তার।