২ ওভারে ফিজের শিকার ৩, কোণঠাসা আফগানরা

0
1

শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছে আফগানিস্তান। প্রথম পাওয়ারপ্লেতেই ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে দলটি। এর মধ্যে মাত্র ২ ওভার হাত ঘুরিয়ে তিন আফগান ব্যাটারকে শিকার বানিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভারে আফগানদের সংগ্রহ ৩৬ রান।

আজ বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামতেই বিপদে পড়ে আফগানিস্তান। দলীয় ৭ রানেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে হারায় তারা। চোটে পড়া গুরবাজ ৫ রান করে ফিরে যান তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচ হয়ে।

এরপর বোলিংয়ে এসেই ঝলক মোস্তাফিজের। প্রথম ২ ওভারেই ৩ আফগান ব্যাটারকে ফেরান কাটার মাস্টার। নিজের দ্বিতীয় বলেই রহমত শাহকে ফিরিয়ে দেন ফিজ। এরপর তরুণ তুর্কি সেদিকুল্লাহ অতল এবং আজমতুল্লাহ ওমরজাইয়ের উইকেটও নেন তিনি। অতল এলবিডব্লুউ হন ২১ রানে। আর খালি হাতেই ফেরেন ওমরজাই।