বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

২৯ নভেম্বর ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেক্স:

আবারও ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি।

এর আগে গত এপ্রিলে ঢাকায় পারফর্ম করেছিলেন আতিফ আসলাম।

জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের সংগীতশিল্পীদের নিয়ে ম্যাজিকাল নাইট ২.০ নামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ট্রিপল টাইম কমিউনিকেশন।

ট্রিপল টাইম নিজেদের ফেসবুকে পেজে আতিফ আসলামের জনপ্রিয় গান ‘কুচ ইস তারাহ’ গানের মিউজিক শেয়ার করে এই কনসার্ট আয়োজনের ঘোষণা দেয়। মিউজিক শুনে নেটিজেনরা বুঝে নিয়েছেন এই কনসার্টে গাইবেন আতিফ।

আতিফ আসলামের কনসার্টে পারফর্ম করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। তবে বাকি শিল্পীদের নাম এখনো জানা যায়নি।

আতিফের সঙ্গে পাকিস্তানের আরও একজন শিল্পী ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে পারফর্ম করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টার দিকে। তবে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, তা জানা যায়নি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular