২৮ বছর ধরে শিশু শিক্ষার আলো ছড়াচ্ছে সাচার আইডিয়াল একাডেমি

0
2

মো: মাসুদ রানা,কচুয়া

চাঁদপুরের কচুয়ায় ২৮ বছর ধরে শিশু শিক্ষার আলো ছড়াচ্ছেন সাচার আইডিয়াল একাডেমী। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে অজোপাড়া গাঁয়ে শিক্ষার আলো ছড়াতে একাডেমী প্রতিষ্ঠা করেন শিক্ষানুরাগী অধ্যাপক মো. মফিজুল ইসলাম। কচুয়া সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সাচার ইউনিয়ন।

শিক্ষার আলো ছড়ানোর জন্য তিনি একাডেমীটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ওই একাডেমীতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, ১২জন  শিক্ষক রয়েছেন। দক্ষ শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালকের সঠিক পরামর্শ ও সার্বিক দিক নির্দেশনায় প্রতিবছর ভালো ফলাফল অর্জন করে আসছে এ প্রতিষ্ঠানটি।

একাডেমী যেন বাতিঘর হয়ে পথ দেখিয়ে চলেছে শিক্ষার্থীদের। এখানে লেখাপড়া করে আলোকিত মানুষ হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। ভবিষ্যৎ প্রজন্মের ধারক বাহক শিশুদের মাঝে মানসম্মত শিক্ষার আলো ছড়াচ্ছে সাচার আইডিয়াল একাডেমি। একদল দক্ষ ও শিক্ষিত মানুষের সমন্বয়ে গঠিত হয়েছে সাচার একাডেমি পরিচালনা পরিষদ। যোগ্য ও মানসম্মত শিক্ষকদের মাধ্যমে পাঠদান করানো হয়।

শিক্ষার মান যাচাই করার জন্য সাপ্তাহিক, মাসিক পরীক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়। ফলে সাচার আইয়িাল একাডেমি ইতোমধ্যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিশেষ করে কিন্ডার গার্টেন এসোসিয়েশন সহ বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে আসছে শিক্ষার্থীরা।

একাডেমীর শিক্ষার্থীরা জানান, শিক্ষকরা আমাদের নিয়মিত ভাবে পাঠাদন করাচ্ছেন। প্রতিদিন ক্লাসে আমাদের কাছ থেকে পড়া আদায় করেন। এই একাডেমী থেকে ভালো ফলাফল অর্জন করব আমরা। স্থানীয় অভিভাবকরা জানান, এ একাডেমীতে ভালো শিক্ষা দেয় শিক্ষার্থীদের। তাছাড়া আমাদের সন্তানরা শিক্ষকদের কাছ থেকে ভালো কিছু শিখে ভালো ফলাফল অর্জন করছে। দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি। ভালো শিক্ষা প্রদানে আনন্দ প্রকাশ করেছেন তারা।

8একাডেমীর শিক্ষকরা জানান, শিক্ষার মৌলিক দর্শনের প্রতি লক্ষ্য রেখে আমরা একটি স্বাপ্নিক, মানবিক, নৈতিক গুণসম্পন্ন প্রজন্ম প্রস্তুত করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত সঠিক পাঠদান করাচ্ছি। প্রতিদিনের পড়া আদায় করা হচ্ছে তাদের কাছ থেকে। প্রতিষ্ঠাতা পরিচালক মফিজুল ইসলামের দিক নির্দেশনায় আমরা কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পাঠদান দিয়ে যাচ্ছি, যার কারনে প্রতিবছর এ একাডেমী থেকে ভালো ফলাফল অর্জন সম্ভব হচ্ছে।

সাচার আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ উদয় বলেন, একাডেমিক পড়াশোনার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের দক্ষ জনবল তৈরি করতে কাজ করছে। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির লক্ষে আরবী শিক্ষায় পাঠদান করা হচ্ছে শিক্ষার্থীদের। তাছাড়া মানসম্মত শিক্ষা গ্রহনের মাধ্যমে এসব কোমলমতি শিক্ষার্থীদের স্নেহ ও ভালোবাসায় পাঠদান করা হয়। সাচার আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।

ভবিষ্যতেও উপজেলা কিংবা জেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জন করবে। এব্যাপারে সাচার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক মো. মফিজুল ইসলাম বলেন, এলাকায় শিক্ষার আলো ছড়াতে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। তাছাড়া সাচার আইডিয়াল একাডেমি গ্রামের গরিব মানুষের সন্তানদের সুশিক্ষিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সুশিক্ষা ও নৈতিক শিক্ষা পাঠদানের মাধ্যমে একাডেমী এগিয়ে চলছে। শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা ও বিগত দিনে ভালো ফলাফল অর্জন হওয়ায় একাডেমীটি দিনদিন স্থানীয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ভালো ফলাফল ও শিক্ষার মান ধরে রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি অত্র এলাকায় সুনাম কুড়িয়েছে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত করতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন করে থাকে। ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জনে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।