রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

২৫ নেতাকর্মি আটক : অস্ত্র গুলি ও গান পাউডার উদ্ধার

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযান : নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মিকে আটক করা হয়েছে। হাড়াভাঙ্গা গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাশকতার বৈঠকরে সময় তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় তৈরী ২টি শুটারগান, ৪ রাউন্ড গুলি, বোমা তৈরির এক কেজি গান পাউডার ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি। অপরদিকে, সদর থানা পুলিশের অভিযানে নাশকতার সাথে জড়িত সন্দেহে আরো ৬ বিএনপি কর্মিকে আটক করা হয়েছে। তবে মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর-১ ও ২ আসনের বিএনপি প্রার্থী। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, হাড়াভাঙ্গা এসকেআরএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে নাশকতার বৈঠকে হানা দেয় পুলিশ। এসময় ১৯ জনকে অস্ত্র, গুলি, গান পাউডার ও দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে নাশকতার মামলা দায়ের করে মেহেরপর আদালতে সোপর্দ করা হচ্ছে। এদিকে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নাশকতার ঘটনার সাথে জড়িত সন্দেহে সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৬ বিএনপি কর্মিকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular