ই অফারটি পেতে যোগ্য গ্রাহকদের *১১১*৮০# অথবা *121*4*5# নম্বরে ডায়াল করতে হবে
গ্রাহক ৭৫ জিপি-জিপি মিনিট পাবেন
ক্রয় করার সময় থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ফ্রি মিনিটের মেয়াদ থাকবে
মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে যদি কোনো গ্রাহকের অবশিষ্ট মিনিট থাকে, তবে তা বাতিল করা হবে। তবে, মেয়াদ শেষ হওয়ার আগে যদি কোন গ্রাহক অফারটি পুনরায় ক্রয় করেন তাহলে অবশিষ্ট মিনিট যোগ হয়ে যাবে এবং বেশি মেয়াদ প্রদান করা হবে।
অবশিষ্ট মিনিট ব্যালেন্স জানার জন্য গ্রাহককে *১০০০*২# নম্বরে ডায়াল করতে হবে