নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় গত ২৪ জুলাই ও ২৫ জুলাই তারিখের সংগৃহীত নমুনার মধ্যে ৪৭টি নমুনার ফলাফল এসেছে। এতে ৮ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ৩৯ জনের রিপোর্ট নেগেটিভ। গতকাল মঙ্গলবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। গতকাল করোনা শনাক্ত ৮ জনের বয়স ৩ বছর থেকে ৮৪ বছর পর্যন্ত। নতুন আক্রান্ত ৮ জন হলেন- দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ৩ জন ও পুরাতন বাজারপাড়ার ৫ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে গত ২৪ তারিখ করোনা পরীক্ষার জন্য ২৭টি নমুনা ও ২৫ তারিখ ১০৫টি নমুনা সংগ্রহ করা হয়। ২৪ তারিখ সংগৃহীত ২৭টি নমুনার মধ্যে ১৮ জনের, ২৫ তারিখ সংগৃহীত ১০৫টি নমুনার মধ্যে ২৯ জনেরসহ মোট ৪৭টি নমুনার ফলাফল আসে গতকাল রাতে। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ৫৮টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ৩৯টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ১০টি, দামুড়হুদা উপজেলা থেকে ৫টি, জীবননগর উপজেলা থেকে ৪টি নমুনাসহ সংগৃহীত ৫৮টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল সদর উপজেলার হোম আইসোলেসন থেকে ১ জন সুস্থ হয়েছেন। গত রাতের শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২১২ জন। চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন- সদর উপজেলায় ২৫৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ১১৭ জন, দামুড়হুদা উপজেলায় ১২৩ জন, জীবননগর উপজেলায় ৫৬ জনসহ মোট ৫৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৯০ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭৫ জন, দামুড়হুদা উপজেলায় ৭৮ জন, জীবননগর উপজেলায় ২৭ জনসহ মোট ২৭০ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। সদর উপজেলায় ৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩ জন ও দামুড়হুদা উপজেলায় ৩ জনসহ ১০ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, চুয়াডাঙ্গায় নতুন ৮ জন করোনা আক্রান্তের প্রত্যেকেই দামুড়হুদা উপজেলার। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। আক্রান্তদের বাড়ি-ঘর পরিদর্শন করে লকডাউনসহ বাড়ির অবস্থা বুঝে হোম আইসোলেশন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৩ হাজার ৩৪৩ জন। প্রাপ্ত ফলাফল ৩ হাজার জনের। করোনা শনাক্ত হয়েছে ৫৫৫ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ২ হাজার ৪৪৫ জনের। সুস্থ ২৭০ জন ও মৃত্যু ১০ জন।