২৪ গুণ বেশি মূল্যে কোহলির দলে মিলস !

0
32

নিউজ ডেস্ক:

দশম আইপিএলের নিলামে বেন স্টোকসের দাম যে আকাশছোঁয়া হতে যাচ্ছে তা অনেকটা অনুমিত ছিল। তবে চমক দিয়েছেন তারই জাতীয় দল সতীর্থ টাইমাল ​মিলস। স্টোকসের পর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি রুপিতে তাকে দলে টেনেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অথচ আইপিএল নিলামে মাত্র ৫০ লাখ ভিত্তিমূল্য রাখা হয়েছিল ইংলিশ এই ফাস্ট বোলারের জন্য। শেষ পর্যন্ত ভিত্তিমূল্য থেকে ২৪ গুণ দাম বেড়েছে তাঁর!

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিপিএল) চিটাগাং ভাইকিংসের হয়ে নজরকাড়া পারফর্ম করেন মিলস। গতির ঝড় তুলেছিলেন। এরপর তো জাতীয় দলেই ডাক পেয়ে যান ২৪ বছর বয়সী এই ফাস্ট বোলার। ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারদর্শী এই বোলার আপিএল নিলামেও চমকে দিয়েছেন সবাইকে।

এবারের আইপিএলের নিলামে আছেন বাংলাদেশের ছয় ক্রিকেটারও। তারা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক (বিজয়), তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। এদের মধ্যে এনামুল হকের ডাক উঠলেও অবিক্রিত থেকে যান।