বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

২২ বছরের সংসারের ইতি টানলেন হিমেশ রেশমিয়া !

নিউজ ডেস্ক:

২২ বছর ধরে যে গানটা বেঁধেছিলেন হঠাৎই সুর কেটে গেল তার। ভারতের জনপ্রিয় সুরকার, গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়ার সঙ্গে স্ত্রী কোমলের বিচ্ছেদে হয়ে গেল। গত ডিসেম্বরেই নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন হিমেশ ও কোমল। বুধবার মুম্বাই হাইকোর্ট তাদের বিবাহ বিচ্ছেদের আবেদনে অনুমতি দেয়। হিমেশ-কোমলের পুত্র সায়ম অবশ্য দু’জনের কাছেই থাকবেন বলে জানা গেছে।

হিমেশের ঘনিষ্ঠ মহলের খবর, টেলিভিশন উপস্থাপক সোনিয়া কাপুরের সঙ্গে হিমেশের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কই এই বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ। যদিও হিমেশের স্ত্রী কোমল জানিয়েছেন, ‘‘এই বিচ্ছেদ তাদের পারস্পরিক বোঝাপড়ায় হয়েছে। এখনও দুই পরিবারের সম্পর্ক খুব ভাল। আমাদের যাতায়াতও বজায় থাকবে। সনিয়া আমাদের পারিবারিক বন্ধু। ওঁর জন্য বিচ্ছেদ হয়নি। ’’

এদিকে বিচ্ছেদের পর হিমেশ বলেন, ‘‘অনেক সময় সম্পর্কের মধ্যে একে অপরের মতামতকে সম্মান করাটা খুব দরকার। আমরা দু’জনে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি। কোমল চিরকালই আমার পরিবারের একজন হয়েই থাকবে। ’’

Similar Articles

Advertismentspot_img

Most Popular