‘২২টি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন রাজীব’

0
32

নিউজ ডেস্ক:

২২টি হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে শান্ত ওরফে টাইগার ওরফে আদিল ওরফে জাহিদ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে  এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এ সময় সিটি প্রধান মনিরুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত নব্য জেএমবির প্রধান তামিম আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই রাজীব গান্ধী। তিনি নব্য জেএমবির উত্তরবঙ্গ অঞ্চলের সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দু পুরোহিত, খ্রিস্টান ধর্মাবলম্বী ও বিদেশি হত্যা, শিয়া মসজিদে হামলাসহ ২২টি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন এই রাজীব গান্ধী। ”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত তামিম চৌধুরী ও বন্দুকযুদ্ধে নিহত নুরুল ইসলাম মারজানের সঙ্গে রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধীর দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকবে।