নিউজ ডেস্ক:২১ দিন পর বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আব্দুর রহিমের লাশ ফেরত দিল বিএসএফ। গত রোববার রাতে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০-এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেয় বিএসএফ। এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত ব্যক্তির আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন। বিএসএফের কাছ থেকে লাশ গ্রহণের পর মহেশপুর থানা পুলিশ মৃতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে। মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান রাতে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, ৩ নভেম্বর মহেশপুরের পলিয়ানপুর বিওপির বিপরীতে মেইন পিলার ৬০ হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ দিকে ভারতের নদীয়া জেলার ধানতলা থানাধীন খয়রামারি নারায়ণপুর নামক স্থানে বিএসএফের গুলিতে নিহত হন মহেশপুর উপজেলার বাউলি গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম (৪২)। ভারতের ৯৯ ব্যাটালিয়ন নারায়ণপুর বিএসএফ জোয়ানেরা তাঁকে গুলি করে হত্যা করেন।