বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

২০ প্রেতাত্মার সঙ্গে ‘যৌন সম্পর্ক’ এই ব্রিটিশ যুবতীর!

নিউজ ডেস্ক:

প্রেম, যৌনতা পছন্দ করেন, তবে মানুষের সঙ্গে নয়। জীবিত কোনও কিছুর সঙ্গেও নয়, এই সম্পর্ক প্রেতাত্মার সঙ্গে। আর তাও একটি দুটি নয়, প্রায় ২০টি প্রেতাত্মার সঙ্গে যৌন সম্পর্ক গড়ার দাবি করেছেন এক ব্রিটিশ যুবতী।

ওই যুবতীর নাম অ্যামেথিস্ট রেলম্। তার দাবি, তিনি ভূত, আত্মা, পিশাচের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পছন্দ করেন। এবং হয়েছেনও!

সম্প্রতি লন্ডনের ‘আইটিভি দিস মর্নিং নামের একটি শোতে উপস্থিত হয়ে ২৭ বছর বয়সী অ্যামেথিস্টের দাবি, কমপক্ষে ২০টি আত্মার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে তাঁর।

অ্যামেথিস্টের এমন দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে অধিকাংশই তাঁকে মিথ্যাবাদী বললেও, নিজের দাবিতে অনড় এই ব্রিটিশ যুবতী।

ওই শো-তে তিনি বলেন, বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন করতে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। সেই ফ্ল্যাটেই অশরীরীর উপস্থিতি ছিল। প্রেমিক না থাকাকালীন তাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হয় ওই আত্মা।
এই কারণে প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়।

তাঁর দাবি, ভবিষ্যতে কোনও অশরীরীর সন্তানের মা হতে চান তিনি।

বিডি প্রতিদিন

Similar Articles

Advertismentspot_img

Most Popular