২০৩০ সালের মধ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইটকল আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, শিল্পখাতে রুফটপ সোলার প্রযুক্তি জ্বালানি খাতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া টেকসই অবকাঠামো নির্ভর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবে।
জ্বালানি উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সরকার। তাই তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এই সরকার বদ্ধপরিকর বলেও জানান জ্বালানি উপদেষ্টা।