আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টা ২৭ মিনিট মোনাজাত শেষে মাওলানা যুবায়ের এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানও।
তিনি বলেন, শুরায়ী নেজামের অধীনে ওলামায়ে কেরামে তত্ত্বাবধানে ২০২৬ সালের টঙ্গী বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে ২, ৩, ৪ জানুয়ারি। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৯, ১০, ১১ জানুয়ারি।