রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

২০২০ সালের আগেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়বো: প্রধানমন্ত্রী !

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সোনার বাংলা গড়ে তোলা। বাবার সেই অসমাপ্ত কাজ আমি করে যাচ্ছি। তিনি (বঙ্গবন্ধু) জীবিত থাকলে বাংলাদেশ আরও আগেই উন্নত-সমৃদ্ধ হতো। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী। এর আগেই আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলবো।

গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নির্মাণাধীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশের উন্নতি হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতেও দল যেন দেশসেবার সুযোগ পায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটি আমার আহ্বান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular