২০১৬ সালে আফ্রিকায় দীর্ঘ চুম্বনের রেকর্ড !

0
44

নিউজ ডেস্ক:

২০১৬ সালে আফ্রিকার দেশ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের অন্যতম সমর্থক এমপি জোসেফ চিনোতিম্বা শুরু করেছিলেন রোম্যান্সের মাধ্যমে। ৬৬ বছর বয়সী এই চিনোতিম্বা ও তার স্ত্রী ভিম্বাই গত বছরের ‘ভ্যালেন্টাইন ডে’তে  একে অপরকে দীর্ঘ সময়ের চুম্বন দেন, যা আফ্রিকান রেকর্ড বুকে নাম লিখিয়েছে।

বিবিসি জানায়, আলোচিত এই দম্পতি ৮ বছরের বিবাহিত জীবনের ‘দ্য লংগেস্ট কিস ইন আফ্রিকা চ্যালেঞ্জ’ জয় করেন। প্রায় ১০ মিনিট ১৭ সেকেন্ড ধরে চুম্বন করে তারা আগের দীর্ঘ চুম্বন ৫ মিনিট ১৭ সেকেন্ডের রেকর্ড ভেঙে দেন।