নিউজ ডেস্ক:
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ২০০টি উপজেলা পোস্ট অফিস (ইউপিও) এবং টাউন সাব-পোস্ট অফিসকে অটোমেশনের আওতায় আনার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের প্রশ্নোত্তর পর্বে নিজাম উদ্দিন হাজারীর (ফেণী-২) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তারানা হালিম বলেন, বাংলাদেশ ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়কারণ শীর্ষক একটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৭১টি প্রধান ডাকঘর এবং ১৩টি মেইল এন্ড সটিং অফিসকে সফটওয়্যারের মাধ্যমে অটোমেশনের আওতায় আনা হয়েছে। গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, সারাদেশে মোট পোস্ট অফিসের সংখ্যা ৯৮৮৬ টি। এর মধ্যে জিপিও ৪টি, এ-গ্রেড প্রধান ডাকঘর ২৩টি, বি-গ্রেড প্রধান ডাকঘর ৪৫টি, উপজেলা পোস্ট অফিস (ইউপিও) ৩৯৯টি, সাব-পোস্ট অফিস (এসও) ৯৪৫টি, অবিভাগীয় সাব-পোস্ট অফিস (ইডিবিও) ৩২২টি, বিভাগীয় শাখা পোস্ট অফিস (বিও) ১০টি, অবিভাগীয় শাখা পোস্ট অফিস (ইডিবিও) ৮১৩৮টি।