শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

১-৩৬ জুলাই পর্যন্ত সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে: প্রেস সচিব

গণমাধ্যম যাতে ফ্যাসিবাদের পক্ষে কাজ করতে না পারে তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

‘গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১-৩৬ জুলাই’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ নামে একটি সংগঠন। সভায় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেন।

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, সাংবাদিকতা এমন হতে হবে যা যেকোনো সরকারের গঠনমূলক যৌক্তিক সমালোচনা করবে। প্রয়োজনে কাঠগড়ায় দাঁড় করাবে সরকারসহ যেকোনো ক্ষমতাসীনকে।

এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

Similar Articles

Advertismentspot_img

Most Popular