রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

১ লক্ষ কোটির যুদ্ধবিমান কিনছে ভারত, চিন্তিত চীন-পাকিস্তান!

নিউজ ডেস্ক:

১ লক্ষ কোটির ২০০টি ‌যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত সরকার। তবে সেইসব জেট তৈরি করতে হবে ভারতের বিমান নির্মাণকারী কোন সংস্থার সঙ্গে।
সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০০টি সিঙ্গল ইঞ্জিনের ফাইটার জেট কিনতে গেলে খরচ হবে এক লক্ষ কোটি রুপি। সম্ভবত এটিই হবে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। তাছাড়া, সম্প্রতি ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল ‌যুদ্ধ বিমান কেনারও চুক্তি করেছে। এই বিমানগুলো ভারতের হাতে এসে গেলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে চীন-পাকিস্তানের। কারণ ওই ধরনের শক্তিশালী ‌যুদ্ধবিমান তাদের হাতে নেই। ইতিমধ্যেই এ নিয়ে চীনের সরকারি মিডিয়ায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

এদিকে, ভারতে ‌যুদ্ধবিমান তৈরির ব্যাপারে বরাবরই উৎসাহী ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এই নিয়ে আগ্রহ প্রকাশ করছে মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা লকহিড মার্টিন।
তারা ভারতে একটি কারখানা গড়তে চায়। ওই কারখানায় তৈরি বিমান শুধু ভারতকেই নয়, অন্য দেশেও রপ্তানি করবে নির্মাণকারী সংস্থা।

কলকাতা টুয়েন্টিফোর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular