নিউজ ডেস্ক:
ট্রেনটা ধরতেই হবে। নইলে দেরি হয়ে যাবে। এই হুড়োহুড়িতে কার সময় আছে পাশের শিশুটার দিকে নজর দিতে? কেমন যেন উদভ্রান্ত মনে হচ্ছে। হারিয়ে গেছে মনে হয়। ইস্, বাচ্চাটা যেন মা-বাবাকে খুঁজে পায়। এই ট্রেনটা বোধহয় ছেড়ে দিল – এইভাবেই আমরা বেশিরভাগই মুখ ফিরিয়ে নিই কর্তব্য থেকে। কিন্তু রেখা মিশ্র থাকতে পারেন না। কারণ অসহায়ের সহায় হওয়াটাই তাঁর কর্তব্য। আর এই পথে চলেই নজির গড়ে চলেছেন ভারতীয় রেলের এই অফিসার। এক বছরের মধ্যে ৪৩৪ শিশুকে বাঁচিয়েছেন তিনি।
ভারতের মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে নিরপত্তার দায়িত্বে রয়েছেন এই আরপিএফ অফিসার। তাঁর মতো অনেকেই রয়েছেন এই দায়িত্বে। কিন্তু আহমেদনগরের রেখা নিজের কাজকে পেশার বাধ্যবাধকতা কম, দায়িত্ব বেশি মনে করেন। দায়িত্ব মানবিকতার। সমাজের জন্য ভাল কিছু করার দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই শিশুদের সাহায্য করতে এগিয়ে আসেন রেখা৷ তাঁর মতে, শুধু শিশুদের উদ্ধার করা নয় তাঁদের বোঝাও ভীষণ প্রয়োজন। এমনিতেই এমন জনবহুল জায়গায় হারিয়ে ভয় ধরে যায় তাঁদের মনে৷ সেই ভয়টা কাটানো খুবই দরকার৷ হামেশা সেটাই তিনি চেষ্টা করেন।
সূত্র: সংবাদ প্রতিদিন।