নিউজ ডেস্ক:
মেসুত ওজিল ও থমাস মুলাররা রাশিয়া বিশ্বকাপে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তবে বিশ্বকাপের বাছাই পর্বে নতুন রেকর্ড গড়েছে জার্মানি।
রবিবার রাতে আজারবাইজানকে ৫-১ গোলে হারিয়েছে জোয়াকিম লোর শিষ্যরা। ফলে বাছাইপর্বের ১০ ম্যাচের সবক’টিতেই জয় পেল ন্যুয়াররা।
অন্যদিকে এবারের বাছাইপর্বে জার্মানি গোল করেছে ৪৩টি। গোল হজম করেছে মাত্র ৪টি। ৩৯ গোলের ব্যবধান ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে সর্বোচ্চ। ১৯৯৮ বিশ্বকাপের বাছাই পর্বে সর্বোচ্চ ৩৩ গোলের ব্যবধান ছিল রোমানিয়ার। ১৯ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।
ইউরোপ থেকে ৮টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। আর ৮ রানার্সআপ থেকে চারটি দল প্লে-অফের মাধ্যমে কাটবে চূড়ান্তপর্বের টিকিট। সে অনুযায়ী ‘সি’ গ্রুপ থেকে জার্মানি খেলছে সরাসরি, আর দ্বিতীয় স্থানে থাকা নর্দান আয়ারল্যান্ডকে খেলতে হবে প্লে-অফ।