১৯৯ রানে আউট হওয়া নবম ব্যাটসম্যান রাহুল !

0
47

নিউজ ডেস্ক:

টেস্টে মাত্র ১ রানের জন্য ডাবল-সেঞ্চুরি না পেয়ে ১৯৯ রানে আউট হওয়া বিশ্বের নবম ব্যাটসম্যান ভারতের লোকেশ রাহুল। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে ১৯৯ রানে আউট হন তিনি।

ফলে ১৯৯ রানে আউট হওয়ার তালিকায় নাম উঠে তার। আর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় নাম উঠলো রাহুলের।ভারতের হয়ে প্রথম এই তালিকায় নাম তুলেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। ১৯৮৬ সালে কানপুর টেস্টে শ্রীলংকার বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছিলেন আজহার। তবে ১৯৯ রানে আউট হওয়া বিশ্বের প্রথম ব্যাটসম্যান হলেন পাকিস্তানের মুদাসসর নজর। ১৯৮৪ সালে ফয়সালাবাদে ভারতের বিপক্ষে ১ রানের জন্য ডাবল-সেঞ্চুরি মিস করেন মুদাসসর।

টেস্টে ১৯৯ রানে আউট হওয়া ব্যাটসম্যানরা :

খেলোয়াড়                                       রান                   প্রতিপক্ষ              ভেন্যু           সাল
মুদাসসর নজর (পাকিস্তান)                 ১৯৯                   ভারত             ফয়সালাবাদ    ১৯৮৪
মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত)         ১৯৯                  শ্রীলংকা               কানপুর       ১৯৮৬
ম্যাথু ইলিয়ট (অস্ট্রেলিয়া)                    ১৯৯                  ইংল্যান্ড                লিডস        ১৯৯৭
সনাথ জয়াসুরিয়া                              ১৯৯                   ভারত                 কলম্বো       ১৯৯৭
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া)                      ১৯৯               ওয়েস্ট ইন্ডিজ          ব্রিজটাউন    ১৯৯৯
ইউনিস খান (পাকিস্তান)                      ১৯৯                     ভারত               লাহোর       ২০০৬
ইয়ান বেল (ইংল্যান্ড)                          ১৯৯                 দক্ষিণ আফ্রিকা          লর্ডস       ২০০৮
স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)                    ১৯৯                  ওয়েস্ট ইন্ডিজ         কিংস্টন      ২০১৫
লোকেশ রাহুল (ভারত)                       ১৯৯                      ইংল্যান্ড              চেন্নাই       ২০১৬