১৮ বছর চুল কাটেননি তিনি!

0
59

নিউজ ডেস্ক:

চুল দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান করে নেওয়ার ইচ্ছা  নি লিনমের। তবে তার জন্য হয়ত তাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। কারণ চুল তার মাটি ছুঁলেও এখনও পর্যন্ত ‘লম্বা চুল’-এর জন্য গিনেস বুকে নাম রয়েছে চীনেরই জাই কিপিং-এর। ২০০৪ সালে তিনি এই রেকর্ড গড়েন ১৮ ফুট ৫.৫৪ ইঞ্চি লম্বা চুল দিয়ে। ছোটবেলার সেই রূপকথার রাজকুমারী, যার সোনা-রঙের চুল এতই লম্বা ছিল যে দুর্গের জানালা দিয়ে তা ধরেই উঠে আসত তার স্বপ্নের ‘রাজকুমার’। নাম তার রাপানজেল। চীনের শাংজি প্রদেশের নি লিনমেই যেন বর্তমানের রাপানজেল। তবে, তার চুল কুচকুচে কালো। বয়স ৬০। মাঝারি গড়নের। আর মাথার চুল লম্বায় ১১ ফুট ৯ ইঞ্চি। গত ১৮ বছর তিনি চুল কাটেননি। চুল রাখলেই শুধু হবে না। তার যত্নও নিতে হয়। নি লিনমেইয়ের দিনে প্রায় দু’ঘণ্টা লাগে লম্বা চুল ধুয়ে শুকোতে। তা ছাড়া, লম্বা চুলের অসুবিধাও আছে প্রচুর। একবার তো অসাবধানতার ফলে, লিফ্‌টে আটকে গিয়েছিল তার চুল। নি লিনমেইয়ের আশা, তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান করে নেবেন তার এই লম্বা চুলের জন্য। তবে তার জন্য হয়ত তাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।