নিউজ ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের বৃহৎ মোবাইল অপারেটিং কোম্পানি গ্রামীণফোন লিমিটেড নগদ ৯০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।গত মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর,২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে কোম্পানিটি ৮৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ হিসাবে কোম্পানিটির মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়াল ১৭৫ শতাংশ।
এ সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৬ টাকা ৬৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৬ পয়সা।
আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৪ টাকা ৫৯ পয়সা। আর এনএভি ছিল ২২ টাকা ৬৮ পয়সা।আগামী ২০ এপ্রিল গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২২ ফেব্রুায়ারি।