নিউজ ডেস্ক:
গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১৫ লাখ ৯২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন অগ্রণী ব্যাংক কালকিনি শাখার ক্যাশ অফিসার সম্রাট মিয়া (২৮)।
গতকাল রোববার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক ফরিদপুরের সহকারী পরিচালক এস এম সাজ্জাদ হোসেন জানান, ব্যাংক কর্মকর্তা সম্রাট ও ওই ব্যাংকের স্টাফ মো. শাহাবুদ্দিন যোগসাজশে ২০১৬ সালে ব্যাংকের ১৯ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে সম্রাট ৩ লাখ ৬৫ হাজার টাকা ফেরত দিলেও বাকি টাকা আর দেননি।
এ অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনে ওই দুই ব্যক্তির নামে ১১ নভেম্বর মামলা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. বাবুল মুফতি। এরপর দুদক ঘটনার অনুসন্ধান শুরু করে।
রোববার ফরিদপুর শহর এলাকা থেকে দুদক সম্রাট মিয়াকে আটক করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।