বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

১৫ ফুট উঁচু সিঁড়ি বেয়ে দোতলায় ৯ ফুটের কুমির!

নিউজ ডেস্ক:

সন্ধ্যা হয়েছে তখন। পরিবারের সকলেই বাড়িতে একেবারে ছুটির মেজাজে। এমন সময় দোতলায় বারান্দার দিকের দরজা কেউ বাইরে থেকে ধাক্কা দিতে শুরু করল। বাড়ির কর্তা স্টিভ পলস্টন প্রথমটায় ভেবেছিলেন, বোধহয় তাঁর মেয়ে একতলা থেকে উঠে এসেছে। মেয়ের নাম ধরে হাঁক দিতেই স্টিভ বুঝলেন, তাঁর মেয়ে একতলাতেই রয়েছে। তা হলে কে?

এরপর স্ত্রীর খোঁজ করতেই বিষয়টা পরিষ্কার হল স্টিভের কাছে। তাঁর মেয়ে বা স্ত্রী নয়, দোতলার বারান্দার দরজা ধাক্কা দিচ্ছে কোন তৃতীয় ব্যক্তি! এরপর উঠে গিয়ে দরজা খুলতেই চমকে উঠলেন স্টিভ। লম্বায় প্রায় ৯ ফুটের একটা বিশাল কুমির তার দরজার সামনে দাঁড়িয়ে! দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। স্টিভ জানান, “প্রায় ১৫ ফুট উঁচু সিঁড়ি পেরিয়ে বাড়ির দোতলায় উঠে এসেছিল কুমিরটি। ”

সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়। স্টিভ জানান, অনেক চেষ্টার পরও ন’ফুটের এই ভয়ঙ্কর সরীসৃপটিকে তাড়াতে না পেরে বন দফতরের সাহায্য চেয়ে ফোন করেন স্টিভ। বন দফতরের কর্মীরা এসে ঘণ্টা খানেকের চেষ্টার পর কুমিরটিকে খাঁচাবন্দি করে নিয়ে যেতে সক্ষম হন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Similar Articles

Advertismentspot_img

Most Popular