নিউজ ডেস্ক:
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট চলতি মাসের ১৫ তারিখের আগে প্রকাশ হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগ পাওয়া সহকারী জজদের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশে সরকারকে দুই সপ্তাহ সময় দেন।
এ সময় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্যে করে বলেন, ‘এটাই শেষ সুযোগ।’
এরপর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এটা বিচারকদের শৃঙ্খলার ওপর প্রভাব রাখবে। অত্যন্ত খুঁটি নাটি বিষয়গুলো দেখে এটা করা উচিত। এর মধ্যে এমন কিছু না থাকে, যাতে পরে প্রশ্নবিদ্ধ হয়। অত্যন্ত সুক্ষভাবে এটা দেখা হচ্ছে। আমি আশা করি, এ মাসের ১৫ তারিখের আগে গেজেট হয়ে যাবে।