টানা দ্বিতীয়বারের মত ১৫০ বা তারও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেছে মানবাধিকার সংগঠন রিপ্রিভ।
সংস্থাটি জানিয়েছে, মাদক মামলার আসামি, কিশোর ও রাজনৈতিক কারাবন্দিদের গোপন আদালতের মাধ্যমে কারাদণ্ড বা ফাঁসি দিচ্ছে সৌদি। গোপন আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের ঘটনা দেশটিতে বেড়েই চলেছে।
রিপ্রাইভ গ্রুপের মতে, দেশটিতে চলতি বছরে ১৫০ জন, গেল বছরে ১৫৮ এবং এর আগের বছর ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সংগঠনটি জানায়, উপসাগরীয় বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ডের বিধান চালু রয়েছে। এক্ষেত্রে সৌদি আরব এগিয়ে, সবচেয়ে পিছিয়ে কুয়েত।
দেশটির গোপন আদালত এ পর্যন্ত যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তাদের বেশিরভাগকেই সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে গোপন আদালতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪৭ জনের একই দিনে ম্যৃতুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে অনেকেই ছিল কিশোর, যাদের বয়স ২০ এর নিচে।
এদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সৌদি সরকারের প্রতি পরিকল্পিতভাবে কিশোরদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন।
পরে গেল সেপ্টেম্বরেও যুক্তরাজ্যের পক্ষ থেকে মৃত্যুদণ্ড বিষয়ে সৌদি সরকারকে নতুন করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়।