বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

১৪ বছর পর কান উৎসবের উপস্থাপনায় মনিকা বেলুচ্চি !

নিউজ ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি ১৪ বছর পর কান চলচ্চিত্র উৎসবের উপস্থাপনায় ফিরছেন। এ বছর অনুষ্ঠিতব্য ৭০তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান উপস্থাপনা করবেন ইতালিয়ান এ অভিনেত্রী।

চলতি বছরের ১৭ মে ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে বিশ্বের অন্যতম সেরা জমকালো চলচ্চিত্র উৎসবটি শুরু হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনার পাশাাশি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান পেড্রো আলমোডোভার ও তার নেতৃত্বাধীন জুরিদের মঞ্চে স্বাগত জানাবেন মনিকা।

সবশেষ ২০০৩ সালে এ দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন মনিকা। ২০০৬ সালে মনিকা বেলুচ্চি কান চলচ্চিত্র উৎসবের বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular