নিউজ ডেস্ক:নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বশির উদ্দীনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে বশির উদ্দীনকে মেহেরপুর নারী ও শিশু আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। বশিরউদ্দিন গাংনী উপজেলার নিশিপুর গ্রামের ছহির উদ্দিনের ছেলে। ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বশিরকে (২৭) গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার নিশিপুর নামক স্থান থেকে গ্রেফতার করে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ২০১০ সালে নিশিপুর গ্রামের চাঁদ আলীর মেয়ে লিপি খাতুনকে অপহরণপূর্বক বিয়ে করে বশির। সে সময় লিপির বাবা বাদি হয়ে বশিরকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। সেই থেকেই বশির পলাতক ছিল। সে সময় বশির পলাতক থাকায় বশিরের অনুপস্থিতিতে ওই মামলায় ১৪ বছরের সাজা দেন বিজ্ঞ বিচারক।