বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

১৪ দলের প্রতিনিধিরা হাওরে যাচ্ছেন কাল !

নিউজ ডেস্ক:

সুনামগঞ্জের হাওরে দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামীকাল বুধবার সুনামগঞ্জে যাবে।

সেখানে বুধবার ও বৃহস্পতিবার কেন্দ্রীয় ১৪ দলের প্রতিনিধিদল ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জ, সুনামগঞ্জসহ হাওরের বিস্তীর্ণ এলাকায় ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়ে সংশ্লিষ্ট এলাকার মানুষ। স্থানীয় প্রতিনিধিসহ অনেকেই হাওর এলাকাকে দুর্যোগ অঞ্চল ঘোষণার দাবি জানায়। তবে সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হয়। অবশ্য প্রতি মাসে ক্ষতিগ্রস্ত লোকজনকে চাল ও আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular