বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

১৪২ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার

জীবননগরের বিভিন্ন স্থানে বিজিবির মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:জীবননগরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার পৃথক সময়ে এসব মাদক উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত ইউনিয়নের চ্যাংখালী ব্রিজের পাশের আমবাগানের মধ্য থেকে ৭১ বোতল ফেনসিডিল, শিংনগর মাঠের মধ্য থেকে ৩৮ বোতল ফেনসিডিল, সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া মুক্তিযোদ্ধা পুকুরপাড় থেকে ৩৩ বোতল ফেনসিডিল, জীবননগর চেকপোস্টে একটি গাড়িতে তল্লাশি করে ১ কেজি গাঁজা ও মাধবখালী গ্রামের মাঠের আমবাগানের মধ্য হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular