১২ বছরেই সন্তানের পিতা হয়ে গ্রেফতার বালক !

0
29

নিউজ ডেস্ক:

শিশুটির মায়ের বয়স ১৬ বছর। আর পিতার বয়স ১২! এমনই এক ঘটনা ঘটে ভারতের কেরেলা রাজ্যে। মাত্র ১২ বছর বয়সেই সন্তানের পিতা হলো এক বালক। ১৬ বছরের ওই কিশোরী শিশুকন্যার জন্ম দেওয়ার পরেই ১২ বছরের বালক পিতাসহ তাকে আটক করা হয়। যদিও কিশোরীর দাবি, দু’‌জনের সহমতেই যৌনসম্পর্ক তৈরি হয়েছিল।

ঘটনার সত্যতা যাচাই করতে ১২ বছরের বালকের সঙ্গে শিশুটির ডিএনএ পরীক্ষা করা হয়। তাতেই জানা যায় শিশুটির পিতা সে। তিরুঅনন্তপূরমের মেডিক্যেল কলেজের এন্ডোক্রোনোলজির চিকিৎসক পি কে জব্বার জানিয়েছেন, অল্পবয়সে বয়ঃসন্ধির কারণেই ওই বালকের প্রজনন ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। সূত্র: ইন্টারনেট।