নিউজ ডেস্ক:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২৪ কেজি সোনা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মিলন সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক।
পরে এ কে এম জহিরুল হক বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় ১২৪ কেজি সোনা উদ্ধারের দেড় বছর পর মামলা দায়ের করা হয়েছিল। এ ছাড়া এই মামলায় অপর ছয় জন জামিনে রয়েছেন। এই গ্রাউন্ডে আদালত মিলন সরকারকে জামিন দিয়েছেন এবং পাশাপাশি রুল জারি করেছেন। তবে আমি জামিনের বিরোধিতা করেছি।