রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

১২০০ কর্মীকে নিয়ে ভ্রমণে গেলেন হীরা ব্যবসায়ী!

নিউজ ডেস্ক:

সম্প্রতি দীপাবলি উপলক্ষে কর্মচারীদের ফ্ল্যাট উপহার দিয়েছিলেন সাবজি ঢোলাকিয়া। এবার সেই তিনি আরও একবার খবরের পাতায় চলে এলেন। বস-কর্মচারী সম্পর্কের দূরত্বকে আরও কমিয়ে দিলেন ভারতের গুজরাটের এই হীরা ব্যবসায়ী। তিন তার ৩০০ জন কর্মীর পরিবারসহ মোট ১২০০ জনকে নিয়ে ১০ দিনের জন্য উত্তরাখন্ড রেড়াতে গেলেন। এই ট্যুরের জন্য তিনি ৯০ লক্ষ টাকা খরচ করে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ ট্রেন ব্যবস্থা করেছিলেন। সাবজী ঢোলাকিয়ার সংস্থা রামকৃষ্ণ এক্সপোর্টাসের শাখা গুজরাট ছাড়াও মুম্বাইতেও রয়েছে। ঢোলাকিয়ার সংস্থার এক কর্মী জানিয়েছেন, এই ট্যুরটি বাৎসরিক ঘুরতে যাওয়ার মতোই। তারা তাদের সহৃদয় মালিককে কাকা-জী বলে সম্বধন করে থাকেন। তবে ঢোলাকিয়া জানিয়েছেন এই ঘটনাকে তিনি প্রচারের আলোয় আনতে পচ্ছন্দ করছেন না। এটি তার কর্মীদের প্রতি কর্তব্যের সামিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular