বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

১১ বছর পর অক্ষয়-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: কিছুদনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘সূর্যবংশী’। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর বড় পর্দায় দেখা যাবে ক্যাট ও অক্ষয় জুটিকে। সর্বশেষ তারা ২০১০ সালে ‘তিস মার খান’ ছবিতে পর্দা মাতিয়েছিলেন।

ছবিটির মুক্তি নিয়ে বেশ টানটান উত্তেজনা কাজ করছে বলিউডপাড়ায়। সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন। প্রযোজকও প্রস্তুত তার নতুন সিনেমার ফলাফল জানতে।

হলে রিলিজ হওয়ার কথা থাকলেও করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে আটকে আছে সিনেমাটি। যার ফলে সিনেমাটির টিম এক প্রকার চ্যালেঞ্জের মুখেই পড়েছিলো। অবশেষে ছবিটি হলে যেতে পারছে এই ভাবনায় স্বস্তিতে আছে করণ এন্ড কোং।

তবে ছবিটির মুক্তির আগে আগে দেখা দিয়েছে ঝামেলা। ছবিটি দেখানোর বিনিময়ে হল মালিকদের কাছে গ্যারান্টি মানি চেয়েছেছেন পরিবেশকরা। অনেকে সেটাতে রাজি হলেও ভারতের সিঙ্গেল স্কিনের হল মালিকরা এ দাবি মেনে নিতে পারছেন না। তাদের মতে, করোনাকালীন সংকটে তাদেরওকে অনেক মন্দ সময় পার করতে হয়েছে। গ্যারান্টি মানি হিসেবে অগ্রিম টাকা দিয়ে পরে সেই টাকা টিকিট বিক্রি করে তুলতে না পারলে বিপদ। ঝুঁকি নিতে চাইছেন না হল মালিকরা।

বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, একটি ট্রেড সোর্স শেয়ার করেছে যে পরিবেশকরা সিনেমাটিকে হলে আনার প্রক্রিয়া শুরু করেছে। ছোট শহরের প্রদর্শকদের কাছ থেকে ন্যূনতম গ্যারান্টির দাবি করছে। তাদের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখাতে চাইলে তাদেরকে ৫ থেকে ১০ লাখ রুপি দিতে হবে। যা পুরো ভারত থেকে ২৫ থেকে ২৭ কোটি রুপি তুলে আনবে। প্রযোজক খানিকটা স্বস্তিতে থাকবেন।

ছবিটি অনলাইন প্লাটফর্মে মুক্তি দিতে চেয়েছিলেন করণ জোহর ও রোহিত শেঠি। দেশের হল মালিকদের দাবি ছিলো যেন প্রেক্ষাগৃহেই মুক্তি দেয়া হয়। মশলাদার এই সিনেমা দিয়ে হল মালিকরা করোনাকালীন লোকসান কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন। সেই ভাবনা থেকেই ‘সূর্যবংশী’ হলে আসছে। তাই প্রযোজক ও পরিচালককে স্বস্তিতে রাখতে পরিবেশকরা গ্যারান্টি মানির দাবি করছেন।

অনেক হল মালিকরাও এই দাবি মেনে নিচ্ছেন। কারণ তারা মনে করছেন ‘সূর্যবংশী’ ব্যবসা সফল সিনেমা হবে। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমাতে জ্যাকি শ্রফ এবং জাভেদ জাফরিওকে মূখ্য চরিত্রে দেখা যাবে। অজয় দেবগন ও রণবীর সিংকে দেখা যাবে পুলিশ চরিত্রে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular