বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন

আগুন লাগার ১১ দিন পর সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া ৬, ৭,  ৮ এবং ৯ তলা ছাড়া নীচের পাঁচটি তলায় কাজ শুরু করেছে মন্ত্রণালয়গুলো। রোববার (৫ জানুয়ারি) সকালে ৭ নম্বর ভবনটি খুলে দেওয়া হয়।গণপূর্ত সচিব নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘পুড়ে যাওয়া পাঁচ মন্ত্রণালয়ে মেরামতের কাজ হচ্ছে। দুই সপ্তাহ পর দাপ্তরিক কাজ শুরু করা যাবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘কোন মন্ত্রণালয় কতটা ক্ষতিগ্রস্ত হলো তা পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’

তিনি জানান, মেরামত কাজ শুরু করার আগে নীচের তলাগুলোতে ধোঁয়া-মোছার কাজ চলছে। উপরের তলার আগুনের ছাই, ভাঙা কাঁচ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এখনো কিছু রুমে কম্পিউটার কানেকশন ঠিক করা হচ্ছে।

‘শ্রম মন্ত্রণালয়ের সচিবের রুম প্রায় শতভাগ পুড়ে গেছে। এতে নথি যতটা পুড়েছে সেগুলো জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে’, বলেছেন শ্রম সচিব।ভবন পরিদর্শনে এসে গণপূর্ত সচিব আবদুল হামিদ খান নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘নীচের  তলাগুলোতে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আগুন লাগা চারটি তলায় কাজ শুরু করা যাবে।’‘আগুন লাগার ঘটনার চারদিন পর প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার প্রমাণ মিললেও পূর্ণাঙ্গ তদন্তের জন্য আলামত সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানো হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন হাতে পাওয়ার পর নজিরবিহীন এ  অগ্নিকাণ্ডের সঠিক তথ্য জানা যাবে’, বললেন প্রশাসনের কর্মকর্তারা।প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। আগুন নেভানোর পর ভবনটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular