রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

১১ জেলার বাস চলাচল বন্ধ

সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন এবং এক দফা কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ রোববার ভোর থেকে বগুড়া হয়ে ঢাকা-রংপুর মহাসড়কে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি।

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়া কোচ টার্মিনালে গিয়ে দেখা যায়, সব কাউন্টার বন্ধ। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যেসব জেলার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ আছে সেগুলো হলো—রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া।

ঢাকার মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে আসেন মরিয়ম বেগম নামে এক যাত্রী। তিনি বললেন, সাভারে মেয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়েছেন। শহরে রিকশাও চলাচল করছে না। টার্মিনালে এসে দেখেন, বাসও চলাচল বন্ধ। একই অবস্থা দেখা গেছে শহরের অন্যান্য বাসস্ট্যান্ডেও।

বগুড়া বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে উত্তরবঙ্গের ১১ জেলার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ আছে। আজ ভোর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছাড়েনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular