১১২০ কেজি অবৈধ কারেন্ট জাল ধ্বংস

0
1

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১২০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৪টায় ব্যাটালিয়ন (৬ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার পৌর পশুরহাট বাজারে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ হাজার ১২০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক, অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে জব্দকৃত জালগুলো উপস্থিত সকলের সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।