নিউজ ডেস্ক:
ক্রিস্টোফার হেনরি গেইলের মুকুটে আরও একটি পালক জুড়ে গেল। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হলেন এই ‘ক্যারিবিয়ান দৈত্য’৷ যার সাক্ষী থাকল আইপিএল দশম আসর৷
মঙ্গলবার রাজকোটে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ১০ হাজারের মাইলস্টোন স্পর্শ করলেন আরসিবির এই ওপেনার৷ গত ম্যাচে বাদ পড়ায় লায়ন্সের বিরুদ্ধে গর্জে উঠলেন গেইল৷ ৩৮ বলে ৭৭ রানের ইনিংস খেলেন গেইল৷ তার ইনিংসে ছিল ৭টি ওভার বাউন্ডারি এবং ৫টি বাউন্ডারি৷
২০ ক্রিকেটে রেকর্ডের ডালি সাজিয়েছেন বাঁ-হাতি ক্যারিবিয়ান ওপেনার৷ আইপিএল-সহ টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরি (১৮টি) এবং হাফ-সেঞ্চুরি (৬০টি)৷ আইপিএল-এ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭৫ রানের ইনিংসও তার দখলে৷ টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে কম বলে হাফ-সেঞ্চুরি গেইলের দখলে৷ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডেসের হয়ে ১২ বলে হাফ-সেঞ্চুরি রয়েছে বাঁ-হাতি ওপেনারের৷
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্ম্যাটে সর্বাধিক ছয় ও চার মারার রেকর্ডও গেইলের ঝুলিতে৷ এখনও পর্যন্ত ৭৩৬টি ছয় ও ৭৬৪টি বাউন্ডারি মেরেছেন তিনি৷ আর লায়ন্সের বিরুদ্ধে ৩ রান করেই ১০ হাজার ক্লাবের প্রথম মালিক হন ক্রিস্টোফার হেনরি গেইল৷